বর্তমান সরকারের আমলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : ডা. জাফরুল্লাহ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৩:৩০ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
বর্তমান সরকারের আমলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন সুষ্ঠু নির্বাচনে আসতে ভয় পাচ্ছে সরকার। এদিকে, নাগরিক ঐক্যে পরিষদের সভাপতি মাহমুদর রহমান মান্না বলেন, জনগনের নির্বাচনে নয় ভোট ডাকাতি করে ক্ষমতায় আছে বর্তমান সরকার।
জাতীয় প্রেসক্লাবে জনতার অধিকার পাটির আত্মাপ্রকাশ অনুষ্ঠান। গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার কথা তুলে ধরেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।
তিনি বলেন, বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। একই সাথে সরকারকে জনতার মুখোমুখি হওয়ার আহবান জানান তিনি।
বর্তমান সরকারের আমলে দেশ নিরাপদ নয় উল্লেখ করে মাহমুদর রহমান মান্না বলেন, ভোট ডাকাতি করে ক্ষমতায় বসে আছে বর্তমান সরকার।
নিরপক্ষ সরকারের হাতে নির্বাচন দেয়ার আহবান জানান বক্তারা