বর্তমান সরকারের অধীনে ইভিএমে নির্বাচন গ্রহনযোগ্য হবে না : মির্জা ফখরুল

- আপডেট সময় : ০৭:৫৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের পরিণতি শ্রীলঙ্কার চেয়েও খারাপ হবে। শ্রীলঙ্কার পরিস্থিতি থেকে এই সরকারের শিক্ষা নিয়ে লাভ হবে না। কারণ, তারা শিক্ষা নিতে জানে না। শ্রীলঙ্কা নদীতে পড়েছে। এই সরকার বঙ্গোপসাগরে পড়বে। দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। বর্তমান সরকারের অধীনে ইভিএমে নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেন তিনি।
দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়েও সরকারের সমালোচনা করেন বিএনপি মহাসচিব।শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ সরকার কোনোদিনও শিক্ষা নেবে না। যদি নিতো, তাহলে গত ১০ বছরে শিখতো।
বর্তমানে সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। এ সরকারকে বিদায় নিতে হবে। নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
এসময় সম্প্রতি বিএনপিকে নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের তীব্র সমালোচনাও করেন তিনি।
সম্মেলনে বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতাদের ওপর হামলার প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন। এছাড়ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল।