বর্তমানে দেশে লবনের কোন সংকট নেই বলে দাবি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
বর্তমানে দেশে লবনের কোন সংকট নেই বলে দাবি করেছেন, বাংলাদেশ লবন মিল মালিক সমিতির সভাপতি নুরুল কবির।
দুপুরে কক্সবাজারে বাংলাদেশ লবন মিল মালিক সমিতির বার্ষিক সাধারণ সভায় এই দাবি করেন তিনি। এসময় শুধু কক্সবাজার অঞ্চলেই ৩ লাখ মেট্রিক টন লবন মজুদ আছে উল্লেখ কের তিনি বলেন, আগামী দুই মাস দেশে লবনের কোন সংকট হবে না। এছাড়া লবনের প্যাকেটে দেয়া মূল্য অনুযায়ী লবন ক্রয় ও বিক্রি করার পাশাপাশি যারা কৃত্রিম সংকট দেখিয়ে বেশি দামে লবন বিক্রি করছে, তাদের আইনের আওতায় আনার আহবান জানান নুরুল কবির।