বর্তমানে ট্রেনের ভাড়া বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই : রেলমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৩:২৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪
- / ১৮৬৬ বার পড়া হয়েছে
রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, বর্তমানে ট্রেনের ভাড়া বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই। তবে ভাড়া বাড়ানো হলে আগে থেকে জানিয়ে দেয়া হবে।
দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদ হলরুমে রেলের জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ বিষয়ে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন। রেলমন্ত্রী বলেন, দেশে রেলের ২৩ হাজার একরের বেশি জমি বেদখল হয়ে আছে। অনেকে ভুয়া কাগজপত্র তৈরি করে রেলের জমি ভোগদখল করছে। রেলওয়ে কর্তৃপক্ষ সেই জমি উদ্ধারে উচ্ছেদ কার্যক্রম চালাচ্ছে। জমি পুনরুদ্ধার করে রেলওয়ের পাশে অবস্থানরত ছিন্নমূল মানুষ ও রেলওয়েতে কর্মরত শ্রমিকদের পুনর্বাসন করার পরিকল্পনা রয়েছে বলে জানান রেলমন্ত্রী।