বর্জ্য ব্যবস্থাপনা ছাড়া শিল্প প্রতিষ্ঠান পরিচালিত করলে ব্যবস্থা গ্রহণ করা হবে: শিল্পমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
বর্জ্য ব্যবস্থাপনা ছাড়া পরিবেশ দূষণ করে যে সব শিল্প প্রতিষ্ঠান পরিচালিত করবে তাদের বিরুদ্ধে সরকারি নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
ধামরাই শিল্প নগরী সম্প্রসারণের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে একথা বলেন মন্ত্রী। এসময় শিল্প মন্ত্রী আরো বলেন, যে কোন নতুন কারখানা শুরু করার আগে বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি গড়ে তোলার কঠোর সরকারি নির্দেশনা রয়েছে। যদি তা কেউ না মেনে শিল্প প্রতিষ্ঠান চালু করে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারী দেন তিনি। এছাড়া সরকারি নীতিমালা মেনে শ্রমিকদের কারখানায় স্বাস্থ্যসম্মতভাবে কাজ করতে হবে বলেও জানান, শিল্পমন্ত্রী।