বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পানি সংকট দেখা দিয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৩:২৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পানি সংকট দেখা দিয়েছে। ৫০ বছরের পুরনো দু’টি টিউবওয়েলই এক মাত্র ভরসা।
গত তিনদিন ধরে পানি না থাকায় মারাত্মক সমস্যায় পড়েছেন বিভিন্ন ওয়ার্ডে ভর্তিকৃত ১১শ’ রোগীসহ প্রায় আড়াই হাজার মানুষ। একইভাবে পানি সংকটে ভুগছেন ৪ থেকে ৫শ’ দায়িত্বরত চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা ও কর্মচারীরা। এদের মধ্যে কেউ পানি ক্রয় করে কেউ বা হাসপাতালের পাশের এলাকা থেকে পানি সংগ্রহ করে প্রতিদিনের জরুরী কাজ সম্পন্ন করছেন। তবে মাঝে মধ্যে পানি মিললেও তা ঘোলা ও লবনযুক্ত হওয়ায় কেউ ব্যবহার করছেন না।






















