বরিশাল বিশ্ববিদ্যালয় : মামলা প্রত্যাখ্যান করেছে আন্দোলনকারীরা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১
- / ১৬৭২ বার পড়া হয়েছে
মধ্যরাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় মূল অভিযুক্তদের আসামী না করায় কর্তৃপক্ষের ওই মামলা প্রত্যাখ্যান করেছে আন্দোলনকারীরা।
গতরাতে সংবাদ সম্মেলন করে মামলা প্রত্যাখানের বিষয়টি নিশ্চিত করে শিক্ষার্থীরা। হামলার শিকার ছাত্ররা বলেছে, মূল অপরাধীদের বাঁচাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগপত্রে কারো নাম দেয়নি। তাদের দাবী- শিক্ষার্থীদের হামলায় প্রত্যক্ষভাবে রূপাতলি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন, পরিবহন শ্রমিক নেতা মানিক ও মামুনসহ আরো কয়েকজন জড়িত। আহতরা তাদের শনাক্ত করেছে। কিন্তু অদৃশ্য কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগী হওয়ায় হামলাকারীদের নাম উচ্চারণ করা হচ্ছে না। তাই ফের অবরোধসহ কঠোর কর্মসূচি দিয়ে আবারো রাজপথে নামার ঘোষণা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।