বরিশাল-ঢাকা মহাসড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় ২ ভাই নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকার বাইজখোলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে নিহত হয়েছে দুই ভাই।
গৌরনদী হাইওয়ে থানা কর্মকর্তা মাহাবুবুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে ঈদ উপলক্ষে দুই ভাই মোটরসাইকেলযোগে বাড়ি যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়েন দুইজন। খবর পেয়ে তাদের উদ্ধার করে দ্রুত শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো করা হয়। পরে বেলা সাড়ে ১২টার দিকে হাসপাতলের জরুরী বিভাগ তাদের মৃত ঘোষণা করে।