বরিশাল জেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
বরিশাল জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাস্কবিহীন ৪৭ ব্যক্তি এবং ৬টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার ১শ’ ৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী সুজা এবং হেলাল উদ্দিনের ভ্রাম্যমান আদালত। নগরীর সদর রোড, চকবাজার ও বাজার রোড এলাকায় মাস্ক বিহীন ১৮ ব্যক্তি ও ৬ প্রতিষ্ঠান থেকে ৭ হাজার ৩শ’ টাকা এবং নগরীর রূপাতলী এলাকায় মাস্কবিহীন ২৯ ব্যক্তিকে ৫ হাজার ৮শ’ ৫০ টাকা জরিমানা করা হয়। এসময় মাস্কবিহীন জনগনের মাঝে মাস্ক বিতরণ এবং করোনা সংক্রামন প্রতিরোধের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানায় ভ্রাম্যমান আদালত।



















