বরিশালে সরকারি নির্দেশ অমান্য করে কোচিং সেন্টার চালু রাখায় ৫ দিনের কারাদণ্ড
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৬:৪৪:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০
- / ১৮৪৬ বার পড়া হয়েছে
বরিশালে সরকারি নির্দেশ অমান্য করে কোচিং সেন্টার চালু রাখায় নগরীর লস্কর লেনে রাইট একাডেমি ম্যানেজার সুমন রায়কে ৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত ।
মঙ্গলবার দুপুর ১২টায় এ অভিযানে নেতৃত্ব দেয় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান । তিনি জানান, সরকারি আদেশ অমান্য করে বরিশালে কোচিং সেন্টারগুলো চলছে এমন অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। ছাত্র জমায়েত যা করোনা ভাইরাস ছড়ানোর হুমকিস্বরূপ এমন কাজ করার জন্য রাইট একাডেমি এর ম্যানেজার সুমন রায়কে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

 
																			 
																		






















