বরিশালে বিসিকের ৭৪ কোটি টাকার উন্নয়ন কার্যক্রম ভেস্তে যেতে বসেছে
- আপডেট সময় : ০১:৪২:৩৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০
- / ১৬০০ বার পড়া হয়েছে
বরিশালে বিসিকের ৭৪ কোটি টাকার উন্নয়ন কার্যক্রম ভেস্তে যেতে বসেছে। নানা অনিয়মের অজুহাত তুলে সিটি করপোরেশন বাধা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এখন বরাদ্দের টাকা ফেরত যাওয়ার আশংকা দেখা দিয়েছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন ব্যবসায়ী নেতারা। তবে, উন্নয়ন কাজে বাধা দেয়ার বিষয়টি ঠিক নয় বলে দাবি করেছে সিটি করপোরেশন।
নানা জটিলতা কাটিয়ে এ বছরের প্রথম দিকে বিসিকের ৭৪ কোটি টাকার কাজ শুরু করে ঠিকাদার। জমি ভরাট শুরু হলে ড্রেজার ও পাইপ বরিশাল সিটি করপোরেশন–বিসিসির লোকজন দুই দফা নিয়ে যাওয়ায় কাজ বন্ধ হয়ে গেছে। চিঠি দিয়ে সীমানা প্রাচীর নির্মানের কাজও বন্ধ করে দেয় বিসিসি।
বিসিক ও বিসিসি’র কর্তৃপক্ষকে সুষ্ঠু সমাধানের পথ বের করার আহবান জানিয়েছে নগরের সচেতন মহল। ঠিকাদারকে বেধে দেয়া সময় শেষ হয়ে এসেছে। আরো দেরি হলে মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। তাতেও ঝুঁকি রয়েছে বলে জানায় বিসিক।
উন্নয়ন কাজে বাধা দেয়ার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে বিসিসি। এ ঘটনার পর বরিশালের একমাত্র রফতানিকারক প্রতিষ্ঠান ফরচুন সুজসহ বেশ কয়েকটি ফ্যাক্টরি তাদের ব্যবসা গুটিয়ে নেয়ার ঘোষনা দিয়েছে। ১৯৬৭ সালে নগরীর কাউনিয়ায় ১৩০ একর জমিতে বিসিক শিল্প নগরী গড়ে ওঠে। বর্তমানে ১৩৮টি ছোট-বড় শিল্প প্রতিষ্ঠান রয়েছে।























