বরিশালে বাম গণতান্ত্রিক জোটের বাজেট বিরোধী বিক্ষোভ সমাবেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
প্রস্তাবিত বাজেট গণবিরোধী উল্লেখ করে বরিশালে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট।
সংগঠনটির জেলা কমিটির উদ্যোগে সকালে নগরীর টাউন হলের সামনে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সমন্বয়ক অধ্যাপক দুলাল মজুমদার। বক্তব্য রাখেন অধ্যাপক জলিলুর রহমান, দেওয়ান আব্দুর রশিদ নিলু ও ডা. মনিষা চক্রবর্তীসহ অন্যান্যরা। বক্তারা বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও করোনা মোকাবেলায় অপর্যাপ্ত বরাদ্দে লুটেরা, ব্যবসায়ীসহ আমলাদের স্বার্থই বড় করে দেখা হয়েছে। এ কারণে বাজেটকে গণবিরোধী আখ্যা দিয়ে তা প্রত্যাখান করা হয়। সমাবেশ শেষে ঘোষিত বাজেটের প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়।




















