বরিশালসহ কম করোনা সংক্রমিত এলাকায় আগামী ২১ জুন নির্বাচন অনুষ্ঠিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪১:২৩ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
বরিশালসহ যেসব এলাকায় করোনা সংক্রমণ কম– সে রকমের ২০৮টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আগামী ২১ জুন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন- প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা।
সকালে বরিশাল সার্কিট হাউজে আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন। এসময় নির্বাচন কমিশনার আরো বলেন, করোনা সংক্রামণ বেশী হওয়ায় স্বাস্থ্য মন্ত্রনালয়ের পরামর্শে খুলনা অঞ্চলের ১৬৩টি স্থানীয় সরকার নির্বাচন স্থগিত রয়েছে। মাঠ পর্যায়ের নির্বাচন সংশ্লিষ্টদের সাথে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার হুঁশিয়ারী দিয়ে বলেন, কে কোন দলমতের তা বিবেচনা করা হবে না। নির্বাচনে আচরণবিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার নির্দেশ দেয়া হয় এই বৈঠকে।