বন্য হাতির আক্রমণে ১১ বিজিবির নায়েব সুবেদারের মৃ’ত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২২:১৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২
- / ১৭১১ বার পড়া হয়েছে
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণে মারা গেছেন ১১ বিজিবির নায়েব সুবেদার আবদুল মান্নান। তিনি ভাল্লুকখাইয়া ক্যাম্প ইনচার্জ ছিলেন।
গতকাল রাতে সীমান্তের ৪৭-৪৮ পিলার এলাকায় টহলরত অবস্থায় বন্য হাতির আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ভোরে মরহুমের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিজিবির অধিনায়ক লে.কর্ণেল রেজাউল করিমসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা। নিহত আবদুল মান্নান দীর্ঘ ৩৪ বছর বিজিবিতে কর্মরত ছিলেন ।




















