বন্যায় মৎস্য চাষিদের ব্যাপক ক্ষতি
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০১:০৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
- / ২৬৯৩ বার পড়া হয়েছে
এবারের বন্যায় মৎস্য চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে শেরপুরের। চার দিনে জেলার পাঁচ উপজেলায় প্রায় শতকোটি টাকার মাছ ভেসে যাওয়ার দাবি করেছেন চাষিরা। আর ক্ষতি পোষাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন মৎস্য বিভাগ।
ভারি বর্ষণ আর পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে শেরপুরের সীমান্ত এলাকার বহু ঘরবাড়ি, রাস্তা-ঘাট। ডুবে গেছে আবাদি জমি ও মাছের পুকুর। কিছু বুঝে উঠার আগেই বানের পানিতে ভেসে গেছে পুকুরের মাছে। তাই স্মরণকালের সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন বলে জানান মাছ চাষীরা। ক্ষতির বিষয়ে ভিন্ন তথ্য দিচ্ছে মৎসবিভাগ। তবে ক্ষতিগ্রস্ত চাষীদের পুনর্বাসনে পাশে থাকার কথা জানান এ মৎস কর্মকর্তা। এবছর জেলায় ৩৩ হাজার ১৭৯টি পুকুরে মাছ চাষ করেছেন ১৮ হাজার ১৩৫ জন চাষী। আর প্রতি বছর এ জেলায় উৎপাদন হয় গড়ে ৩৫ হাজার ২৪০ মেট্রিক টন মাছ।

 
																			 
																		

























