বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য দমনে সরকার আন্তরিক

- আপডেট সময় : ০৭:১০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য দমনে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন। আর বন উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, বন্যপ্রাণী সংরক্ষণে মানুষের মধ্যে প্রয়োজনীয় চিন্তা-ধারা এখনো তৈরি হয়নি। বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে এক পরামর্শ সভায় এসব কথা বলেন তারা।
বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য দমনের ক্ষেত্রে কার্যকরী কৌশল এবং বিভিন্ন আন্তর্জাতিক চুক্তির প্রতি বাংলাদেশের করণীয় নিয়ে, যৌথ পরামর্শ সভার আয়োজন করে, ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটি-ডব্লিউসিএস ও বন অধিদপ্তর।
সভায় বন উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্যের নেতিবাচক পরিণতি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হবে।
বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণকারীদের নির্মূল করার কৌশলগুলো চিহ্নিত করা হচ্ছে।
অনুষ্ঠানে বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য দমনে আইন প্রয়োগ জোরদারে বিভিন্ন সংস্থার কর্মকর্তারা নিজ নিজ সংস্থার পক্ষে বক্তব্য তুলে ধরেন।