আবারও বন্ধ হয়ে গেছে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৫:১২:৫২ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
- / ১৯৪৮ বার পড়া হয়েছে
যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে গেছে।
রোববার সকাল সোয়া ৬টার দিকে কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়। বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ তথ্য জানান।
তিনি জানান, খুব দ্রুত সময়ের মধ্যে আবারও উৎপাদন শুরু হবে।’তবে যান্ত্রিক ত্রুটির ধরন বা কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এর আগে চলতি বছর ১৫ এপ্রিল যান্ত্রিক ত্রুটির কারণে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ ছিলো।

 
																			 
																		










