বন্ধ হচ্ছে ভয়েস অব আমেরিকার বাংলা বেতার সম্প্রচার

- আপডেট সময় : ০৮:১৪:০৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
বন্ধ হচ্ছে ভয়েস অব আমেরিকার বাংলা বেতার সম্প্রচার। ১৭ই জুলাই থেকে বেতার তরঙ্গে আর শোনা যাবে না বাংলা কোনো আয়োজন । যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এবং প্রাচীন এই আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যম বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ।
১৯৫৮ সালে সামরিক শাসনের অধীনে থাকা ‘পূর্ব পাকিস্তানে’র বাংলাভাষী জনগণের জন্যই মূলত বাংলায় সংবাদ ও অনুষ্ঠান প্রচার শুরু করে ভয়েস অব আমেরিকা। বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরা রাজ্যের বাংলাভাষীরাও এত বছর ধরে শুনে আসছিলেন ভিওএর সংবাদসহ নানা অনুষ্ঠান । বেতারে শ্রোতাগোষ্ঠীর সংখ্যা কমে যাওয়ায় এবং টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শক সংখ্যা বাড়ায় তারা এ সিদ্ধান্ত নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বর্তমানে ভিওএর শর্টওয়েভ সার্ভিসের শ্রোতা এক শতাংশেরও কম, অথচ ভিওএ বাংলা সোশাল মিডিয়ার দর্শক-শ্রোতা সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্য হারে বেড়েছে।