বন্ধ রয়েছে শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরের কার্যক্রম

- আপডেট সময় : ০৮:১৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
বৈশ্বিক মহামারী করোনার প্রভাবে বন্ধ রয়েছে শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরের কার্যক্রম। এতে কর্মহীন হয়ে পড়েছে স্থলবন্দরের চার হাজার শ্রমিক। তারা বলছেন, এখন পর্যন্ত কোন সহায়তা না পাওয়ায় পরিবার নিয়ে চরম বিপাকে রয়েছে তারা।
শেরপুরের নালিতাবাড়ী নাকুগাঁও স্থল বন্দরে কর্মরত রয়েছে প্রায় চার হাজার শ্রমিক। করোনার প্রভাবে প্রায় একমাস ধরে বন্ধ রয়েছে সব কার্যক্রম। এতে বিপাকে পড়েছে এখানকার শ্রমিকরা। তাদের অভিযোগ, এখন পর্যন্ত কোন সহায়তা না পাওয়ায় পরিবার নিয়ে চরম দুর্ভোগে দিন কাটছে তাদের।
দ্রুত শ্রমিকদের জন্য খাদ্য সহায়তা দেয়ার দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা।
এদিকে, শ্রমিকদের তালিকা তৈরির কাজ শেষ হলেই সরকারি সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এই স্থল বন্দর দিয়ে ভারত ও ভূটান থেকে ১৯টি পণ্য আমদানির অনুমোদন দেয়ার কথা থাকলেও শুধু পাথর আমদানি হচ্ছে। আর এতে কর্মসংস্থানের সুযোগ হয়েছে হাজারো শ্রমিকের।