বন্ধ থাকা পাটকল চালু ও শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অবরোধ

- আপডেট সময় : ০৮:৩৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
বন্ধ থাকা পাটকল চালু ও শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে খুলনায় সড়ক অবরোধ করেছে পাটকল শ্রমিকরা।
নতুন রাস্তার মোড়ে অবস্থান নেয়ার কথা থাকলেও পুলিশী বাধায় সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিআইডিসি রোডে কর্মসূচি পালন করেন খালিশপুর-দৌলতপুর জুটমিল শ্রমিক কমিটি। এ সময় বক্তারা বলেন, দীর্ঘ ১৮ মাস ধরে অধিকাংশ শ্রমিক সম্পূর্ণ মজুরি না পেয়ে স্ত্রী-সন্তানদের মুখে খাবার দিতে ব্যর্থ হচ্ছেন। ছেলে-মেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে। ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দেয়ায় হাজারো শ্রমিক কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছে। তাই বকেয়া বেতন-ভাতা ও বিলসহ পাওনা পরিশোধের দাবি জানান তারা।
এদিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন হয়েছে। কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ খাত্তাব মোল্লার উদ্যোগে দুপুরে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর চন্দ্রা পল্লীবিদ্যুৎ এবং হরিনহাটি এলাকায় নিরাপদ সড়ক ও ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেন স্থানীয়রা। এই মহাসড়কের উভয় পাশে শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক শিল্পকারখানা থাকায় সবাই এখন ঝুঁকিতে পড়েছেন।