বন্ধ ঘোষণার পরও ফেরিতে যাত্রী পারাপার চলছে

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৬:৩১ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
বিআইডব্লিউটিসি থেকে বন্ধ ঘোষণার পরও শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে চলছে ফেরি। পার হচ্ছে যাত্রীবাহী যানবাহন। একইভাবে পদ্মা পাড়ি দিচ্ছে ঘাটে আসা যাত্রীরাও।
ফেরী কর্তৃপক্ষ বলছে, একান্ত জরুরি প্রয়োজনে যারা ঘাটে আসছেন তারাই পারাপার হচ্ছে। তবে এখনো অসংখ্য গাড়ি ঘাট ও এর আশপাশের এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে বলেও জানাচ্ছে কর্তৃপক্ষ। আসন্ন ঈদ ও বিধিনিষেধের সময়সীমা বৃদ্ধিতে ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে যাত্রীরা নিজ বাড়িতে ফিরতে ভেঙে ভেঙে ঘাটে পৌঁছাচ্ছেন। নির্দেশনা উপেক্ষা করে ফেরি ব্যবহার করছেন। শুক্রবার ফেরিতে যাত্রী ও সব ধরনের যাত্রীবাহী গাড়ি বন্ধের নির্দেশনা জারি করে বিআইডব্লিউটিসি।