বন্দর নগরী চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০৫:৫৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
বন্দর নগরী চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রাম বিমানবন্দর থেকে রেলস্টেশন পর্যন্ত মেট্রোরেল করার কথা বলেন সরকার প্রধান। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক সভায় এ নির্দেশ দেন তিনি। গণমাধ্যমকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, চলতি বছরেই পদ্মাসেতু, ঢাকার মেট্রোরেল ও চট্টগ্রামে কর্ণফুলী টানেল খুলে দেয়া হবে। এতে জিডিপি’র প্রায় আড়াই শতাংশ প্রবৃদ্ধি হবে বলেও আশা করেন তিনি।
ঢাকার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে মঙ্গলবার বসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক সভা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় ১১ হাজার ২১১ কোটি টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়া হয়।
সভাশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত জানান। তুলে ধরেন প্রধানমন্ত্রীর নির্দেশনা। জানান, চট্টগ্রামেও মেট্রোরেল প্রকল্প তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এয়ারপোর্ট আছে এমন সব শহরকে পর্যায়ক্রমে মেট্রোরেলে সংযুক্ত করা হবে।
এ বছরেই পদ্মাসেতু, ঢাকার মেট্রোরেল ও চট্টগ্রামের কর্ণফুলী টানেল জনগণের জন্য খুলে দেয়া হবে জানিয়ে তিনি বলেন, এই তিন প্রকল্প উন্মুক্ত হলে জিডিপি’র প্রবৃদ্ধি হবে আরো অন্তত ২ থেকে আড়াই শতাংশ।
কৃষি সেচের ড্রেন ছাড়া পানি নিষ্কাশনের জন্য নির্মিত নালা বা খালের তলদেশ সিমেন্ট-কংক্রিট দিয়ে পাকা না করারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।