বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
পিলখানা ট্র্যাজেডির দিনটি স্মরণে শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে বনানী সামরিক কবরস্থানে।
বৃহস্পতিবার সকালে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতিনিধিরা। পরে স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনীর প্রধান, বিজিবি মহাপরিচালক এবং নিহতদের স্বজনরা শ্রদ্ধা নিবেদন করেন। এসময় নিহতদের পরিবারের সদস্যরা এ হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত বিচার কার্যকরের দাবী জানান। ২০০৯ সালের ২৫ ফ্রেব্রুয়ারি তৎকালীন বাংলাদেশ রাইফেলস সদর দফতর পিলখানায় বিপথগামী সৈনিকরা নির্মম এই হত্যাযজ্ঞ চালায়। এতে ৫৭ জন সেনা কর্মকর্তা ছাড়াও নারী ও শিশুসহ আরও ১৭ জনকে নিহত হয়।























