বনানী কবরস্থানে শেষ নিদ্রায় শায়িত হলেন এমএ হাসেম

- আপডেট সময় : ০৬:৫৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০
- / ১৭৫৫ বার পড়া হয়েছে
রাজধানীর বনানী কবরস্থানে শেষ নিদ্রায় শায়িত হলেন দেশের বিশিষ্ট শিল্পপতি এমএ হাসেম। এর আগে বাদ জুম্মা গুলশান সেন্ট্রাল জামে মসজিদে দুদফা জানাজা অনুষ্ঠিত হয়। অংশ নেন সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ীকসহ নানা শ্রেনী পেশার অসংখ্য মানুষ। দেশের সফল শিল্প উদ্যোক্তা হিসেবে এমএ হাসেম নতুন প্রজন্মের জন্য একজন অনুকরণীয় বলে জানান ব্যবসায়ীরা। পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের এই মৃত্যু দেশের অর্থনীতিতে অপূরণীয় ক্ষতি হবে উল্লেখ করেন তারা। দেশবাসীর কাছে দোয়াই চাইলেন তার স্বজনরা।
এই তার শেষ যাত্রা। আর কখনো ফিরবেন না ধরাধামে। শুক্রবার বাদ জুমা গুলশান সেন্ট্রাল জামে মসজিদে দুপুর ১টা ৪০ মিনিট নাগাদ প্রথম জানাজায় অংশ নেন হাজারো মানুষ। চেষ্টা শেষবারের মতো দোয়ায় তাকে সামিল করা। এরপর একই জায়গায় আরেক দফা জানাযা হয়। তিনি দেশের প্রথম সারির সফল ব্যবসায়ীক ব্যক্তিত্ব পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ হাসেম।এই খ্যাতিমান ব্যবসায়ীর জানাজায় অংশ নেন সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ। এসময় এম এ হাসেমের ব্যবসায়ীক কর্মকান্ডের নানা দিক তুলে ধরেন ব্যবসায়ী ও রাজনীতিবিদরা।
এসময় এসএ গ্রুপের কর্ণধার ও এসটিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ বলেন, সততা ও নির্ভীকতা এমএ হাসেমকে সফল ব্যবসায়ী হতে সাহায্য করেছে।জানাজা শেষে বিশিষ্ট এই ব্যবসায়ীর রুহের মাগফেরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান তার স্বজনরা।বেলা দুপুর দুইটা নাগাদ মরহুমের মরদেহ পৌঁছে বনানী কবরস্থানে। সেখানের শেষ ঠিকানায় চিরনিদ্রায় শুইয়ে দেয়া হয় তাঁকে। সবার কাছ থেকে চিরবিদায় দেয়া হলো নোয়াখালীর এই কৃতি সন্তানকে। যিনি দেশের ব্যবসা ও গুরুত্বপূর্ণ সংকটে অবদান রেখে গেছেন।করোনায় আক্রান্ত হয়ে ১২ ডিসেম্বর রাজধানীর বেসরকারী একটি হাসপাতালে ভর্তি হয়ে আর ফিরে আসেননি স্বাভাবিক জীবনে। ১২ দিন মৃত্যুর সাথে লড়ে ২৪ ডিসেম্বর মধ্যরাতে পাড়ি জমান না ফেরার দেশে।
১৯৫৯ সালে নোয়াখালীর চৌমুহনীতে তামাক ও ভোগ্য পণ্য দিয়ে তাঁর ব্যবসার শুরু। পরিশ্রম আর স্বপ্ন নিয়ে ধীরে ধীরে উঠে আসেন দেশের শীর্ষ ব্যবসায়ীদের কাতারে। পারটেক্স গ্রুপের মাধ্যমে তিনি নেতৃত্ব দিয়েছেন শিক্ষা, চিকিৎসা, ম্যানুফ্যাকচারিং, সার্ভিস, ট্রেডিংখাতে। এর বাইরে ২০০১ সালে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এম এ হাসেম। দেশের এ র্শীর্ষ ব্যবসায়ী ১৯৪২ সালে নোয়াখালীর বেগমগঞ্জের অম্বরনগরে জন্মগ্রহণ করেন