বটখিল গ্রামে পারিবারিক কবরস্থানে এসএ গ্রুপের পরিচালক নুর নাহার বেগমের দাফন করা হবে

- আপডেট সময় : ১১:৪২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
নোয়াখালীর সোনাইমুড়ীর আমিরাবাদের বটখিল গ্রামে পারিবারিক কবরস্থানে এসএ পরিবহনের চেয়ারম্যান ও এসএ গ্রুপের পরিচালক নুর নাহার বেগমের দাফন করা হবে। দাফনের আগে তৃতীয় ও শেষ জানাজা হবে।
দাফনের সবধরনের প্রস্তুতিও প্রায় সম্পন্ন। এখন বাকি শুধু আনুষ্ঠানিকতা। এর আগে মঙ্গলবার দুপুরে দোয়া ও মোনাজাতে রূহের মাগফিরাত কামনার মধ্য দিয়ে, গুলশানের আজাদ মসজিদ এবং কাকরাইলে এসএ পরিবহনের প্রধান কার্যালয়ের সামনে, এসএ পরিবহনের চেয়ারম্যান ও এসএ গ্রুপের পরিচালক নুর নাহার বেগমের দু’দফা জানাযা অনুষ্ঠিত হয়েছে। অংশ নেন এসএ গ্রুপের কর্মকর্তা-কর্মচারীসহ সব শ্রেনী-পেশার অসংখ্য মানুষ। এসময় এসএ টিভি ও এসএ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ- তার স্ত্রী নূর নাহার বেগমের রূহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চান। প্রায় দেড় বছর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন থেকে গেলো রোববার সন্ধ্যায় না ফেরার দেশে পাড়ি জমান মরহুমা নুর নাহার বেগম।