বজ্রপাতে আটজনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
- / ১৬৪৪ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন জায়গায় বজ্রপাতে আটজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।
গতকাল সন্ধ্যায় সাতক্ষীরার কলারোয়ার পাঁচরকি ও সদর উপজেলার বিহারীনগরে বজ্রপাতে ২ ব্যক্তির মৃত্যু হয়। স্থানীয়রা জানান, বাড়ির পাশে বোরো ধান কাটতে যান কামরুল ইসলাম। এসময় বৃষ্টি শুরু হলে বজ্রাঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। ঝাউডাঙ্গার বিহারীনগরে আব্দুল্লাহ মোল্যা বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যান।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের শ্যামপুরে বজ্রপাতে মারা গেছে দুই শিশু। আহত হয় ২ জন। গতকাল ইউনিয়নের শরৎনগর ও গোপালনগরে কয়েক শিশু আম বাগানে কাজ করছিল। এসময় বজ্রপাতে শিশু শাহিন এবং অসিম মারা যায়। এ ঘটনায় আহত ২ শিশুকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
এছাড়া বজ্রপাতে যশোর, ঝিনাইদহ, রাজবাড়ী, মেহেরপুরে ১ জন করে মারা গেছেন ।

















