বজ্রপাতের সময় জীবন বাঁচাতে সচেতনতা ও করণীয়

- আপডেট সময় : ০৪:৩৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
- / ১৫২৩ বার পড়া হয়েছে
সাম্প্রতিক সময়ে দেশে বজ্রপাতের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। প্রতি বছর বজ্রপাতে প্রাণ হারান বহু মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক সময়ে সচেতনতা ও সতর্কতা অবলম্বন করলেই এই প্রাণহানি অনেকাংশে রোধ করা সম্ভব। বজ্রপাতের সময় করণীয় ও সতর্কতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রাণহানি অনেকাংশে রোধ করা সম্ভব।
বজ্রপাতের সময় করণীয়:
১। বজ্রপাতের সময় খোলা মাঠ, ধানক্ষেত বা জলাশয় এড়িয়ে চলুন। বজ্রপাতের সময় খোলা জায়গায় থাকলে বজ্রপাতে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। তাই খোলা মাঠ, ধানক্ষেত, পুকুর বা নদীর ধারে অবস্থান করবেন না।
২। উঁচু গাছের নিচে আশ্রয় নয়। অনেকেই ভয়ে গাছের নিচে আশ্রয় নেন, যা বিপজ্জনক। বজ্রপাত সাধারণত উঁচু বস্তুতে আঘাত হানে। তাই গাছের নিচে থাকা বিপজ্জনক হতে পারে।
৩। ইলেকট্রনিক যন্ত্রপাতি থেকে দূরে থাকুন। বজ্রপাতের সময় টেলিভিশন, মোবাইল ফোন চার্জে রাখা, কম্পিউটারসহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার না করাই ভালো।
৪। গাড়িতে থাকলে জানালা বন্ধ রাখুন। গাড়ির ভেতরে থাকলে নিরাপদ থাকলেও জানালা খোলা রাখলে ঝুঁকি তৈরি হতে পারে। গাড়ির ধাতব কাঠামো বজ্রপাত থেকে সুরক্ষা দিতে পারে।
৫। বজ্রপাতের সময় ঘরের ভিতরে অবস্থান করুন। বজ্রপাতের শব্দ শুনতে পেলেই ঘরের ভিতরে চলে যান এবং দরজা-জানালা বন্ধ রাখুন। প্লাস্টিক বা কাঠের আসবাবপত্রে বসে থাকুন।
৬। যদি বজ্রপাত হওয়ার উপক্রম হয় তাহলে কানে আঙুল দিয়ে নীচু হয়ে বসুন।
সতর্কতা:
১। প্রতিদিনের আবহাওয়া বার্তা শুনুন বা মোবাইল অ্যাপে বজ্রপাতের সতর্কতা লক্ষ্য করুন।
২। কৃষক ও মাঠে কাজ করা মানুষদের বজ্রপাতের সময় সঠিক নির্দেশনা দিন।
৩। বজ্রপাত সম্পর্কে শিশুদের সচেতন করুন।
৪। ভবনে বজ্রপাত নিরোধক ব্যবস্থা করুন।
৫। বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি থাকবেন না।
৬। বজ্রপাত ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না।
৭। বজ্রপাতের সময় খালি পায়ে থাকা খুবই বিপজ্জনক।
বায়ুমণ্ডলের বৈরী আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তনের কারণে বজ্রপাতের মাত্রা বাড়ছে। তাই বজ্রপাতকে হালকাভাবে না নিয়ে সময়মতো সচেতন হওয়াই জীবন রক্ষার মূল চাবিকাঠি।
পরিশেষ বলা চলে- বজ্রপাত একটি প্রাকৃতিক দুর্যোগ হলেও সচেতনতা ও সতর্কতাই হতে পারে বাঁচার উপায়। একটুখানি সাবধানতাই রক্ষা করতে পারে বহু মূল্যবান প্রাণ।
লেখা: কাজী মাসুদ, এসএ টিভি ডিজিটাল।