বছর না পেরোতেই চট্টগ্রামে বৈষম্যবিরোধীদের ঐক্যে ফাটল

- আপডেট সময় : ০৫:১৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
বছর না পেরোতেই চট্টগ্রামের বৈষম্যবিরোধীদের ঐক্যে ফাটল ধরেছে। রাজনৈতিক দলগুলোর মধ্যেও বেড়েছে দূরত্ব। শুধু তাই নয়, নিজেদের মধ্যেও সৃষ্টি হয়েছে বিভেদ। রাজনৈতিক নেতারা বলছেন, নির্বাচনী মাঠ তৈরী না হওয়ায় এমন দ্বন্দ্ব বেড়েই চলেছে।
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান চলাকালে ফ্যাসিস্টবিরোধী সকল শক্তি ঐক্যবদ্ধভাবে রাজপথে জীবনবাজি রেখে লড়াই করেছে। অথচ ফ্যাসিস্টবিরোধী শক্তির অন্যতম নিয়ামক হিসাবে খ্যাতি পাওয়া রাজনৈতিক দলগুলো এখন ভবিষ্যৎ রাজনীতির কর্তৃত্ব ধরে রাখাসহ বহুমুখী স্বার্থ ও রাজনীতির নানা হিসেবনিকেশের মধ্যে নিজেরাই নিজেদের প্রতিপক্ষ বানাচ্ছে।
ফ্যাসিস্ট দমনে সারাদেশের নাগরিক শক্তির যে অসাধারণ ও দুঃসাহসী ঐক্য গড়ে উঠেছিল সেই ঐক্যে বছর না পেরোতেই ফাটল ধরলো কেন? এই প্রশ্নের উত্তরে রাজনৈতিক দলের নেতারা বলছেন নির্বাচনের মাঠ তৈরি হওয়ায় বেড়েছে বিরোধ।
তবে এই মতবিরোধকে বড় কোন সমস্যা বলে মনে করছেন না রাজনীতিতে আসা তরুণরা।
তবে সব রাজনৈতিক দলের নেতারা একটি জায়গায় একমত হয়েছেন। তা হচ্ছে দেশের বৃহত্তর স্বার্থে ফ্যাসিস্টবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।