বছরে ১৫ হাজারেও বেশি গাছের আচ্ছাদন হারাচ্ছে দেশ : বাপা

- আপডেট সময় : ০৭:৪৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩
- / ১৬৮২ বার পড়া হয়েছে
বছরে ১৫ হাজারেও বেশি গাছের আচ্ছাদন হারাচ্ছে দেশ, সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন ভয়াবহ তথ্য জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন… বাপা। সংবাদ সম্মেলনে পরিবেশবিদরা নানা সমস্যা তুলে ধরে পরিবেশ সুরক্ষায় বন আইন পাশের জোর দাবি জানান।
বৃক্ষ নিধনের পরিবেশগত প্রভাব এবং করনীয় নিয়ে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন, বাপা ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
গেলো ১৪ বছরে সারাদেশের প্রায় সোয়া ২ লাখ হেক্টর গাছ কেটে ফেলার অভিযোগ পরিবেশবিদের। পরিবেশ সুরক্ষায় ১২টি সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন।
গাছ রক্ষায় কাজ করতে গিয়ে সিটি কর্পোরেশনসহ সরকারী নানা দপ্তর ও প্রভাবশালীদের তোপের মুখে পড়তে হয় বলেও অভিযোগ উঠে এসেছে।
খসড়া বন আইন পাশ না হওয়ায় ক্ষোভ ঝেড়েছেন তারা। সেই আইন মেনে বনায়ন ও তা সংরক্ষণে দেশজুড়ে মাস্টার প্ল্যানের দাবি তোলেন সৈয়দা রিজওয়ানা হাসান।
যশোর-বেনাপোল সড়কে আবারো গাছ কাটার পাঁয়তারা চলছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।