বছরজুড়ে মেলার দখলে শেখ রাসেল মিনি স্টেডিয়াম
- আপডেট সময় : ০৩:১০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১
- / ১৭২৫ বার পড়া হয়েছে
বছরজুড়ে বিভিন্ন সংগঠনের মেলার দখলে থাকে সিলেট সদর উপজেলার ‘শেখ রাসেল মিনি স্টেডিয়াম’। এ নিয়ে ক্ষোভ জানিয়েছে খেলোয়াড় ও সংগঠকরা। বিভিন্ন মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে এলে স্থানীয়ভাবে কিছুই করার থাকেনা বলে জানান উপজেলা চেয়ারম্যান।
সিলেট সদর উপজেলার একমাত্র খেলার মাঠটি “শেখ রাসেল মিনি স্টেডিয়াম” নামকরণ হয় ২০১৮ সালে। এর আগে থেকেই মাঠটিতে খেলাধুলা, শরীর চর্চা ও নানা টুর্নামেন্টের আয়োজন করা হতো। মিনি স্টেডিয়াম ঘোষণার পর কিছু দিনের জন্য সুযোগ-সুবিধাও বাড়ে। কিন্তু, মাঠটিতে এখন খেলার বদলে মেলার আয়োজন করায় ক্ষোভ জানায় ক্রীড়াপ্রেমীরা।
মন্ত্রণালয় অনুমতি দিয়ে দিলে স্থানীয়ভাবে কিছুই করার থাকেনা বলে জানান, উপজেলা চেয়ারম্যান।করোনার কারণে বিপুল পরিমাণ উদ্যোক্তা ঝরে পড়ছে। তাদের রক্ষা করতেই মেলার আয়োজন বলে জানায়, উদ্যোক্তারা।মেলা বা ধর্মীয় আয়োজনে খেলার মাঠ ব্যবহার বাদ দিয়ে, বিকল্প খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন জেলা প্রশাসক।
















