বঙ্গোপসাগরে ১০টি মাছধরার ট্রলার ডুবির ঘটনায় এখনো নিখোঁজ ৩৪ জেলে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৩:২৭ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে অন্তত ১৫০ জেলেসহ ১০টি মাছধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এর মধ্যে এখনো নিখোঁজ ৩৪ জেলে।
গতকাল দুপুর থেকে রাত দশটা পর্যন্ত বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে ট্রলার ডুবির এ ঘটনা ঘটে। আবহাওয়ার খারাপ থাকায় সহস্রাধিক ট্রলার শিববাড়িয়া নদীতে আশ্রয় নিয়েছে। জেলেরা জানান, সাগরের অস্বাভাবিক ঢেউ এবং ঝড়ের কবলে ট্রলারগুলো ডুবে যায়। এসময় পাশে থাকা অন্য ট্রলারের মাধ্যমে অন্তত ১১৬ জেলে উদ্ধার হলেও নিখোঁজ হন ৩৪ জন। উদ্ধারকৃত জেলেরা কুয়াকাটা হাসপাতাল ও মহিপুর উপ-স্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। নিজামপুর কোষ্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার সেলিম মন্ডল জানান, সাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে।


























