বঙ্গোপসাগরে জলদস্যুর গুলিতে এক জেলে নিহত

- আপডেট সময় : ০৭:০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
- / ১৭৪৭ বার পড়া হয়েছে
কক্সবাজারে বঙ্গোপসাগরের মহেশখালী-সোনাদিয়া চ্যানেলে জলদস্যুদের গুলিতে এক জেলে নিহত হয়েছেন। একই ঘটনায় ১৯ জেলেকে অপহৃত হওয়ার খবরও পাওয়া গেছে। ভোরে এফবি আল্লাহর দয়া নামের একটি ট্রলার এই দস্যুতার শিকার হয়।
কুতুবদিয়ার উত্তর ধুরুং ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম জানান, মহেশখালীর সোনাদিয়ার কাছে প্রথম দফায় মাছ ধরে ফের সাগরে জাল ফেলে মোকাররম মাঝির মাছ ধরার ট্রলারটি। এক পর্যায়ে ট্রলারটি জলদস্যুদের কবলে পড়ে। এসময় দস্যুরা ট্রলার লক্ষ্য করে গুলি ছুঁড়লে ট্রলারের মাঝি মোকারম গুলিবিদ্ধ হয়ে সাগরে পড়ে যান। পরে অন্য জেলেরা তাকে উদ্ধার করে চট্টগ্রামে নেয়ার পথে মৃত্যু হয় তার। জেলা বোট মলিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান, ট্রলারে থাকা ১৯ জন মাঝি-মাল্লাকে অপহরণ করেছে জলদস্যুরা।
গত ৬ নভেম্বর নাফ নদী থেকে ধরে নিয়ে যাওয়া ২০ জেলেকে এখনো ফেরত দেয়নি মিয়ানমারের আরাকান আর্মি। তাদের ফিরিয়ে আনতে সরকার এবং প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন স্বজনরা।