বঙ্গবাজারের ধ্বংসস্তুপ অপসারণের দ্বিতীয় দিনে, পাশের মার্কেটে আগুন
- আপডেট সময় : ০৭:৩৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
- / ১৭৩৫ বার পড়া হয়েছে
বঙ্গবাজারের ধ্বংসস্তুপ অপসারণের দ্বিতীয় দিনে পাশেরএকটি মার্কেটেআগুণ লাগলে, ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটএক ঘণ্টার চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনে।
এদিকে বঙ্গবাজারের ব্যবসায়ীরা দ্রুত পূর্ণবাসনের দাবি জানিয়ে বলেছেন, ঈদকে সামনে রেখে কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে পারবেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় তহবিল সংগ্রহে দোকান মালিক সমিতির উদ্যোগে খোলা হয়েছে ব্যংক একাউন্ট।
ধ্বংসস্তূপ সরানোর মধ্যেই শনিবার সকালে বঙ্গবাজারের পাশে মালেকা মার্কেটে আগুন লাগে। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।
ফায়ার সার্ভিসের ধারণা, ছয়তলা ভবনটির চতুর্থ তলায় একটি গোডাউনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে তা আতঙ্কের সৃষ্টি করে।
এদিকে দ্বিতীয় দিনের মতো বঙ্গবাজারে চলে ধ্বংসস্তূপ অপসারণের কাজ। ব্যবসায়ীরা চান, দ্রুত ব্যবসার পরিবেশ ফিরিয়ে দেয়া হোক।
ক্ষতিগ্রস্তদের সহায়তায় একটি ব্যাংক একাউন্ট খোলার কথা সংবাদ সম্মেলনে জানান বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি।
অস্থায়ীভাবে ব্যবসায়ীদের বসার ব্যবস্থা করতে দোকানদারদের তালিকা প্রস্তুত করার কথা জানায় বঙ্গবাজার দোকান মালিক সমিতি।















