বঙ্গবন্ধু হত্যার পেছনে জিয়াউর রহমান সরাসরি জড়িত ছিল : আমু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু হত্যার পেছনে জিয়াউর রহমান সরাসরি জড়িত ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। আর, মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, পর্দার আড়ালে থেকে কলকাঠি নাড়তো জিয়া।
সকালে রাজধানীতে, পিরোজপুর জেলা সমিতির আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ সব কথা বলেন তারা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের শহীদদের স্মরণে সভা করা হয়। এতে আমু বলেন, দেশের মুক্তিযুদ্ধকে বির্তকিত সৃষ্টি করতে চেয়েছে ১৫ আগস্টের ষড়যন্ত্রকারীরা। প্রানিসম্পদ মন্ত্রী রেজাউল করিম বলেন, বঙ্গবন্ধু হত্যার অন্যতম কারন ছিল একাত্তরের পরাজিতদের পুনরায় ক্ষমতায় নিয়ে আসা। তিনি বলেন, দেশের উন্নয়ন দেখতে পারেনা বিএনপি। দেশের উন্নয়নে বিএনপির হিংসা হয় বলেও দাবি করেন।