বঙ্গবন্ধু সেতু সড়কে যানবাহনের ধীরগতি
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪০:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২
- / ১৬৩৯ বার পড়া হয়েছে
ঢাকা-টাঙ্গাইল- বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত সড়কে থেমে থেমে সৃষ্টি হচ্ছে যানজট।
চালকদের দাবী এ সড়কের হাতিয়া থেকে সেতু পূর্ব পর্যন্ত ১০ কিলোমিটার সড়ক পাড়ি দিতে সময় লাগছে ৩ থেকে ৪ ঘন্টা। পড়তে হচ্ছে নানা ভোগান্তিতে। গেল ২৪ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে প্রায় ৪২ হাজার যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে প্রায় ৩ কোটি ১৬ টাকা।
গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সকাল থেকেই ঘরমুখো মানুষের চাপ বৃদ্ধি পেয়েছে।
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ থাকায় ধীরগতিতে চলছে যানবাহন, তবে নেই যানজট। যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশেও নেই যানজট।
সকালে মহাসড়কের মহিপাল থেকে কুমিল্লার পদুয়া বাজার পর্যন্ত যান চলাচল স্বাভাবিক ছিলো।

























