বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
শিথিল বিধিনিষেধের প্রথম দিনে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
গণপরিবহন চালু হওয়ায় মহাসড়ক আগের রূপে ফিরে এসেছে। এ সড়কের পাকুল্যা থেকে এলেঙ্গা পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন এ সড়কের যাত্রীরা। যানের চালকরা জানান, মহাসড়কের করটিয়া থেকে উত্তরবঙ্গমুখী যানজটের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও ধীরগতির সৃষ্টি হচ্ছে। গণপরিবহন চালুর প্রথম দিনে মহাসড়ক ফিরেছে আগের রূপে।