বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে আজও প্রায় ১৫ কিলোমিটার যানজট

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
চার লেনের কাজ চলমান থাকার কারণে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সিরাজগঞ্জের মুলিবাড়ী থেকে নলকা ব্রিজ পর্যন্ত মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার এলাকায় আজও যানজটের সৃষ্টি হয়েছে।
ভোর থেকেই এই পরিস্থিতির তেরি হয়। এতে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ। কামারখন্দ সার্কেলের সিনিয়র পুলিশ সুপার শাহীনুর কবীর জানান, অসমতল নলকা সেতু ও মহাসড়কে ৪ লেনের কাজ চলমান থাকায় যানবাহন গুলোকে ধীরগতিতে চলতে হয়। পাশাপাশি রাতে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় যানজট তৈরি হয়েছে। তবে অল্প সময়ের মধ্যেই মহাসড়কে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে বলেও জানান তিনি।