বঙ্গবন্ধু সর্বকালের শ্রেষ্ঠ বাঙালিঃ আমির হোসেন আমু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
- / ১৫৭২ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি। ২০০৪ সালে বিদেশি একটি নামকরা মিডিয়া সারাবিশ্বে জরিপ করে এ তথ্য প্রকাশ করেছে বলে জানিয়েছেন আমির হোসেন আমু বলেন।
সকালে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি । পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আমির হোসেন আমু । জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা শিক্ষা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগম।পরে আমু ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতার ২০ ইভেন্টে অংশগ্রহণ করে।