বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১’এর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১’এর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সকালে শহরের লেকভিউ থেকে ম্যারাথন শুরু করে স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। এর আয়োজন করে ৫৫ পদাতিক ডিভিশন, যশোর অঞ্চল সেনাবাহিনী। যশোরের দুই ইস্টবেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল নাসির উদ্দিন আহমেদের সভাপতিত্বে ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনে এমপি মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। পরে ম্যারাথনে অংশগ্রহণকারী প্রথম ১৫ জন পুরুষ ও প্রথম ৫ মহিলাসহ ২০জন বিজয়ীকে পুরস্কার তুলে দেয়া হয়।