বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে শিক্ষক সমিতি।
আপগ্রেডেশনসহ বিভিন্ন বিষয়ে শিক্ষকদের সাথে উপাচার্যের আলোচনা ফলপ্রসূ না হওয়ায় সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম বন্ধ করে দেয় শিক্ষক সমিতি। এতে ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। এর আগে একই দাবির প্রেক্ষিতে শিক্ষক সমিতি আলোচনায় বসে উপাচার্যের সাথে। আলোচনা ফলপ্রসু না হওয়ায় শিক্ষক সমিতি গতকাল বিকেলে জরুরী সভায় করে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সব রকম একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেয়।