বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিলেট

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট। ফাইনালে রাজশাহীকে টাইব্রেকে ৩-০ গোলে হারিয়েছে তারা।
বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে নির্ধারিত সময়ে ১-১ সমতায় শেষ হয় খেলা। পরে টাইব্রেকে গড়ায় ম্যাচ। শিরোপা উৎসব করে সিলেট। এদিকে, শেখ ফজিলাতুন্নেছা ফুটবল টুর্নামেন্টে বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর। একই মাঠে ফাইনালে তারা ১-০ গোলে হারিয়েছে ময়মনসিংহ বিভাগকে। ম্যাচ শেষ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।