বঙ্গবন্ধু বিপিএলে দিনের প্রথম ম্যাচে লড়ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স

- আপডেট সময় : ০২:৫৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু বিপিএলে দিনের প্রথম ম্যাচে লড়ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স । জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করছে চট্টগ্রাম। শেষ খবর পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ১ উইকেটে ৩৩ রান।
শুরুটা ভালো হয়নি চট্টগ্রামের। দলীয় ৩ রানে কেনার লুইসের উইকেট হারায় স্বাগতিকরা। খুলনার হয়ে ব্রেক থ্রু আনেন নাবিল সামাদ। দ্বিতীয় উইকেটে আফিফ ও উইল জ্যাক বিপর্যয় কাটান দলের। হার দিয়ে আসর শুরু করলেও শেষ দুই ম্যাচে জিতে উড়ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তিন ম্যাচে দুই জয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে বন্দর নগরীর দলটি। ছন্দ ধরে রাখার মিশনে খুলনাকে হারাতে চায় চট্টগ্রাম। অন্যদিকে, জয় দিয়ে আসর শুরু করলেও, শেষ ম্যাচে হেরে চাপে আছে খুলনা টাইগার্স। এদিকে, দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার প্রতিপক্ষ সিলেট সানরাইজার্স। তালিকার পাঁচ ও ছয়ে থাকা সিলেট-ঢাকা মাঠে নামবে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার মিশনে।