বঙ্গবন্ধু বিপিএলে আজও রয়েছে দুই ম্যাচ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু বিপিএলে আজও রয়েছে দুই ম্যাচ। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও মিনিস্টার ঢাকা। সিলেটে ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে ১২টায়।
একই ভেন্যুতে বিকেল সাড়ে ৫টায় লড়বে স্বাগতিক সিলেট ও সাকিবের ফরচুন বরিশাল। টানা চার জয়ে উড়ছে সাকিবের দল। শেষ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে এখন বরিশাল। সিলেটকে হারিয়ে শেষ চারের সমীকরণে আরও এক ধাপ এগিয়ে যায় খালেদ মাহমুদ শীষ্যরা। অন্যদিকে, মাঠের লড়াইয়ে ধুকছে সিলেট। আসরে ৭ ম্যাচ খেলে জয় মাত্র ১টা। তাই সিলেটের থাকছে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। ৮ ম্যাচে ৫ জয়ে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বরিশাল। ৯ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে কুমিল্লা। খুলনা ও ঢাকা আছে তালিকার পরের দুই স্থানে। টেবিলের তলানিতে সিলেট সানরাইজার্স।










