বঙ্গবন্ধু বিপিএলের লিগ পর্বের খেলা শেষ হচ্ছে আজ
- আপডেট সময় : ০২:২৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু বিপিএলের লিগ পর্বের খেলা শেষ হচ্ছে আজ। শেষ দিন প্লে-অফ নিশ্চিতের মিশনে সিলেটের বিপক্ষে লড়ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মিরপুরে টস হেরে ব্যাট করছে সিলেট।
শেষ খবর পর্যন্ত তাদের সংগ্রহ ২ উইকেটে ৪৬ রান। ৪১ রানের উদ্বোধনী জুটি গড়েন কলিং-ইনগ্রাম ও এনামুল হক বিজয়। ২৪ করে ইনগ্রাম ফিরলে ভাঙ্গে এই জুটি। এরপর দ্রুত ফিরেছেন মিজানুর রহমান। এই ম্যাচে জিতলেই শেষ চার নিশ্চিত করবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। হারলে তাকিয়ে থাকতে হবে কুমিল্লা-খুলনার ম্যাচের দিকে। দুদলেরই পয়েন্ট সমান ৮। টানা হারে আগেই আসর থেকে ছিটকে গেছে সিলেট। এদিকে, প্লে-অফ নিশ্চিত করতে বিকেল সাড়ে ৫টায় কুমিল্লার মুখোমুখি হবে খুলনা। শেষ চার নিশ্চিত করতে হলে কুমিল্লাকে হারাতেই হবে খুলনা টাইগার্সকে। চট্টগ্রাম ও খুলনা, দুই দলই হারলে প্লে-অফ নিশ্চিত করবে ঢাকা। বাকি একদল যাবে নেট রান রেটের ভিত্তিতে। আগেই কোয়ালিফায়ার রাউন্ড নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল।










