বঙ্গবন্ধু বিপিএলের মেগা ফাইনালে লড়ছে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৭০ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু বিপিএলের মেগা ফাইনালে লড়ছে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুরে কুমিল্লার দেয়া ১৫২ রানের টার্গেটে ব্যাট করছে বরিশাল। শেষ খবর পর্যন্ত তাদের সংগ্রহ এক ওভারে ১ উইকেট হারিয়ে ৫ রান।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে তাণ্ডব চালান সুনিল নারিন। লিটন-ইমরুলদের ব্যর্থতার দিনে মিরপুরে আলো ছড়িয়েছেন ওয়েস্ট ইন্ডিজ তারকা। ২১ বলে ফিফটি, ২৩ বলে ৫৭ করে আউট হন নারিন। এরপর বরিশালের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দ্রুত ফিরেছেন ফাফ ডু প্লেসি ও আরিফুল হক। শেষ পর্যন্ত মঈন আলীর ৩৮ রানে ৯ উইকেটে ১৫১ রানের পূঁজি পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আগে দুইবার শিরোপা জিতেছে কুমিল্লা। বিপরীতে এই ম্যাচে জিতলে প্রথমবার চ্যাম্পিয়ন হবে বরিশাল










