বঙ্গবন্ধু বিপিএলের গ্র্যান্ড ফাইনাল আজ
- আপডেট সময় : ০৪:৩৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু বিপিএলের গ্র্যান্ড ফাইনাল আজ। মুখোমুখি হবে দুই ফেভারিট কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল।
বিপিএলের আগের ৭ আসরের দুই বারের চ্যাম্পিয়ন কুমিল্লা। এর আগে ফাইনালে উঠলেও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি বরিশালের। এবারের বিপিএলে দুর্দান্ত ছন্দে আছে বরিশাল। ভারসাম্যপূর্ণ দলটি সাফল্যর ছাপ রাখছে মাঠের ক্রিকেটে। সাকিব, গেইল, মুনিম শাহরিয়ারদের নিয়ে দারূন ভারসাম্যপূর্ণ দল বরিশাল। তেমনি কুমিল্লার মঈন আলী, মোস্তাফিজ, সুনিল নারিনরা টি-টুয়েন্টিতে যে কোন বিচারে কার্যকরী। তবে সাকিবের অসুস্থতায় কিছুটা চিন্তিত বরিশাল। ম্যাচের আগের দিন অনুশীলন করেননি বরিশাল অধিনায়ক। বিশ্রাম কাটিয়েছে কুমিল্লার বেশ কয়েকজন ক্রিকেটারও। কুমিল্লার বিপক্ষে প্লে-অফের জয়–ফরচুন বরিশালকে আত্নবিশ্বাস যোগাবে। আর দ্বীতিয় কোয়ালিফায়ারে চট্টগ্রামের বিপক্ষে পাওয়া দুর্দান্ত জয় উজ্জীবিত করবে কুমিল্লাকে।










