বঙ্গবন্ধু বিপিএলের গ্র্যান্ড ফাইনাল কাল
- আপডেট সময় : ০৯:৩২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৯১ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু বিপিএলের গ্র্যান্ড ফাইনাল কাল। মুখোমুখি হবে দুই ফেভারিট কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। তৃতীয় বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনায় কুমিল্লা। বিপরীতে প্রথমবার শিরোপা উচিয়ে ধরার সুযোগ বরিশালের সামনে। একজন সাকিব আল হাসান বদলে দিতে পারেন ম্যাচের ফলাফল। মিরপুরে দু’দলের মহারণ শুরু হবে বিকেল সাড়ে পাঁচটায়।
বিপিএলের অষ্টম আসরের বিদায় ঘন্টা বেজে গেছে। শেষ দেখে ফেলেছে চার দল। ৩৩ ম্যাচ আর ২৮ দিনের মহাযজ্ঞ শেষে এখন টুর্নামেন্ট ঠেকেছে দুই দল আর এক ম্যাচে।
ফাইনালে মুখোমুখি হবার অপেক্ষায় দুই ফেভারিট ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লার ২ শিরোপা জয়ের বিপরীতে এখনো ট্রফি অধরা ফরচুন বরিশালের। এমন ধারাবাহিক পারফরম্যান্সও বরিশালের প্রথম।
ছন্দময় কুমিল্লার জয়ের নায়ক একক কেউ নন, যেমনটা বরিশালের। ব্যতিক্রম সাকিব, পেয়েছেন টানা পাঁচ ম্যাচ সেরার তকমা। তাইতো সতীর্থ কিংবা প্রতিপক্ষ সবার পরিকল্পনাতে শুধুই সাকিব।
সাকিব, গেইল, মুনিম শাহরিয়ারদের নিয়ে ইতিহাস লিখতে চায় বরিশাল। তেমনি মঈন আলী, মোস্তাফিজ, সুনিল নারিনরা টি-টুয়েন্টিতে যে কোন বিচারে কার্যকরী।
সাকিবের অসুস্থতায় চিন্তিত বরিশাল। ম্যাচের আগের দিন অনুশীলন করেননি বরিশাল অধিনায়ক। যেমনটা বিশ্রামে কাটিয়েছে কুমিল্লার বেশ কয়েকজন ক্রিকেটার।
আসরে গ্রুপ পর্বের দুই দেখায় সমানে সমান দু’দল। তবে প্লে অফের জয়, ফরচুন বরিশালের আত্মবিশ্বাস।










