বঙ্গবন্ধু বিপিএলের এলিমিনেটর ম্যাচে লড়ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স
- আপডেট সময় : ০৩:২৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬০৭ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু বিপিএলের এলিমিনেটর ম্যাচে লড়ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স। মিরপুরে টস হেরে ব্যাট করছে চট্টগ্রাম। শেষ খবর পর্যন্ত তাদের সংগ্রহ ৪ উইকেটে ৬৫ রান।
শুরুতেই হতাশ করেছেন জাকির হাসান। কোন রান না করেই ফিরেছেন এই ওপেনার। আফিফ আউট হন ৩ রান করে। রান পেলেও ইনিংস বড় করতে পারেননি কেনার লুইস। ৩৯ রানে আউট তিনি।
এদিকে, বিকেল সাড়ে ৫টায় প্রথম কোয়ালিফায়ার খেলবে দুই টেবিল টপার কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। আসরে মাঠের লড়াইয়ে উড়ছে এই দুই দল। এবার লিগ পর্বের ছন্দ ধরে রাখার মিশনে নামবে তারা। আগে দু’বার চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় কুমিল্লা। তৃতীয় শিরোপা জয়ের মিশনে হারাতে চায় বরিশালকে। অন্যদিকে, কখনো শিরোপা না জেতা বরিশাল এবার বদ্ধপরিকর চ্যাম্পিয়ন হতে। হারলেও সুযোগ থাকছে দু’দলের সামনে। এই ম্যাচে জয়ী দলের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে পরাজিত দল।










