বঙ্গবন্ধু বিপিএলের অষ্টম আসরের পর্দা উঠছে আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু বিপিএলের অষ্টম আসরের পর্দা উঠছে আজ। উদ্বোধনী দিনে রয়েছে দুই ম্যাচ প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স মুখোমুখি ফরচুন বরিশাল দুপুর দেড়টায়। দিনের দ্বিতীয় ম্যাচে মিনিস্টার গ্রুপ ঢাকার প্রতিপক্ষ খুলনা টাইগার্স সন্ধ্যা সাড়ে ৬টায়।
আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। মাঠে গড়াবে বাংলাদেশ ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট চার ছক্কার বিপিএলের অষ্টম আসর। তারকাদের উপস্থিতিতে সরগরম মিরপুরের হোম অব ক্রিকেট। এক দল যায় তো অন্য দল হাজির নিজেদের প্রস্তুত করতে। করোনাকালের প্রথম বিপিএল। তাই অনেকটাই নতুন রূপে হচ্ছে এবারের আসর। দর্শক নিষেধাজ্ঞার সঙ্গে বায়োবাবল, ম্যাচে ডিআরএস না থাকা সবই অষ্টম আসরের সঙ্গী। তারপরও মাঠের লড়াইয়ে ঘাটতি রাখতে চায় দলগুলো। চট্টগ্রাম থেকে বরিশাল, সাকিব থেকে মিরাজ সবাই আত্মবিশ্বাসী জয় দিয়ে আসর শুর করতে।
















