বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের প্রথম আসরেই শিরোপা ঘরে তুললো জেমকন খুলনা
- আপডেট সময় : ০১:০৮:৪২ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের প্রথম আসরেই শিরোপা ঘরে তুললো জেমকন খুলনা। মিরপুরে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে গাজী গ্রুপ চট্টগ্রামকে ৫ রানে হারিয়েছে মাহমুদউল্লাহ’র দল। খুলনার দেয়া ১৫৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৫০-এ থামে চট্টগ্রাম। ৭০ রানে অপরাজিত থেকে ম্যাচ সেরা হন মাহমুদউল্লাহ রিয়াদ। টুর্নামেন্ট সেরা মোস্তাফিজুর রহমান।
শেষ পর্যন্ত অভিজ্ঞতার জয়। মাঝারি স্কোর করেও কিভাবে ম্যাচ জয় করা যায়, তা আরো একবার দেখালেন মাশরাফি-মাহমুদউল্লাহরা। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দল চট্টগ্রামকে ৫ রানে হারিয়ে প্রথম আসরেই বাজিমাত করলো খুলনা। ফ্র্যাঞ্জাইজি ক্রিকেটের সফলতম ক্রিকেটার মাশরাফি আরো একটা শিরোপা সাক্ষী। তবে, জহুরুল-ইমরুল ব্যর্থতার দিনে ব্যতিক্রম মাহমুদউল্লাহ রিয়াদ। ধ্বংস্তুপের উপর দাড়িয়ে একই লড়াই করেছেন খুলনার অধিনায়ক। যোগ্য সঙ্গীর অভাবে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেননি, তবে লড়াইয়ের পুঁজি নিয়েই মাহমুদউল্লাহ মাঠ ছাড়েন ৭০ রানে অপরাজিত থেকে। সঙ্গে জাকির হাসানের ২৫ আর আরিফুলের ২১ রানে ৭ উইকেটে ১৫৫ রানের পূজি খুলনার। জবাবে, জীবন পেয়েও বেশিদূর যেতে পারেননি ওপেনার সৌম্য সরকার। ব্যক্তিগত ১২ রানে ফেরেন চট্টগ্রাম ওপেনার। তবে, মিথুন-লিটনরা যখন আশা যাওয়ার মিছিলে তখন আশার আলো দেখিয়েছিলেন সৈকত-সামসুর রহমান-মোসাদ্দেকরা। যদিও শেষ পর্যন্ত দলকে জয় এনে দিতে পারেননি। সৈকতের ৫৩ রান ইনিংস সর্বোচ্চ।



















